গাজীপুরের টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
শেখ রাজীব হাসান,টঙ্গী,গাজীপুর:
টিএসসি চত্বরে বিএনপির ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর সভাপতি ফজলুল হক খোকন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা ও টঙ্গী সরকারি কলেজের ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের গেট ও সরকারি কলেজ এলাকায় মহাসড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ সুমন, গাজীপুর মহানগর ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান মিরন, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ কাউছার হোসেন, পূর্ব থানা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মামুন, পশ্চিম থানা ছাত্রদলের সদস্য সচিব আরিফিন সিদ্দিক বুলবুল, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আরিফ প্রমূখ সহ বিএনপির স্থায়ীয় নেতা কর্মীরা ও সদস্যরা উপস্থিত ছিলেন।